গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা হতে পশ্চিমে ১৭কিলোমিটার দুরত্বে অবস্থিত ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ। পশ্চিমে= রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়ন, উত্তরে = পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন, পূর্বে = ভাত্রগাম ইউনিয়ন, দক্ষিণে = ইদিলপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ধাপেরহাট ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বক্রীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম: ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৩.২৭ (বর্গ কিঃ মিঃ)
i) আবাদী জমির পরিমান= ১৯৮৩ হেক্টর।
ii) অনাবাদী/ব্যাবহৃত জমির পরিমান= ৩৩১ হেক্টর।
গ) লোকসংখ্যা – ৩৭,৭০০ জন (প্রায়) (জন্ম নিবন্ধন অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা –২২ টি।
ঙ) মৌজার সংখ্যা –২২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।( ক) ধাপেরহাট ও খ) বকশীগঞ্জ)
ছ) বৃহত্তর নদী-৩ টি, খাল-১৩ টি ।
জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –ভ্যান/ রিক্সা/ মটরসাইকেল/ সিএনজি ইত্যাদি। (ভাড়া ২০-২৫ টাকা মাত্র)
ঝ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৮ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৫ টি,
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)