সাদুল্লাপুর উপজেলার ১১টি ইউনিয়নের সকল মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা-২০১৪, গতকাল২৯/০১/২০১৪ ইং তারিখবুধবার ধাপেরহাট হিংগারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ধাপেরহাট ইউনিয়নের সকল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাদুল্লাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ.এম মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মাননীয় গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহীস্যার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সম্মানিত সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীবস্যার। প্রধান অতিথি মাননীয় এহছানে এলাহী স্যার বলেন-গাইবান্ধা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করা হবে, মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষক্ সমাজকে হেয় প্রতিপন্ন হতে দেওয়া হবে নাএবং তিনি আরো বলেন নিয়োগ বাণিজ্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার আজাহার আলী, জেলা শিক্ষক সমিতিরি সভাপতি মোস্তাফিজার রহমান, বক্তব্য রাখেন- বি.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বি.এস.সি, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস