Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাদুল্লাপুর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় ২য় স্থান অধিকার করলাম (জামিউল-ধাপেরহাট)
বিস্তারিত

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় এই ১ম বারের মত ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয় গত ০২/০৫/২০১৪ ইং তারিখ হইতে০৪/০৫/২০১৪ ইং তারিখ পর্যন্ত। উক্ত মেলায় সভাপতিত্ব করেন জনাব মোহা: আহসান হাবিব স্যার (উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাদুল্লাপুর, গাইবান্ধা) ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মো: এহছানে ইলাহী স্যার । উক্ত মেলায় ষ্টল ছিল মোট ২৬টি এবং ষ্টল সমূহে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ছিল ৩১টি। এর মধ্যে ১ম স্থান অধিকার লাভ করেন সাদুল্লাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার লাভ করেন ৬নং ধাপেরহাট ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র এবং ৩য় স্থান লাভ করেন ব্রাক অফিস, সাদুল্লাপুর শাখা। মেলায় আমাদের মূল লক্ষ্য ছিল- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে ই-সেবার মাধ্যমে যে সকল বিস্ময়কর সেবার সৃষ্টি করেছেন, তাহার যথাযথ প্রচার ও কিভাবে ইন্টারনের মাধ্যমে বর্তমান যুগের মানুষ ই-মেইল করা, ছবি ও ডকুমেন্ট মুহুর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে পাঠান, স্কাকাইপ ব্যবহার করে দেশে-বিদেশে কথা বলা, বিদ্যুত বিল পরিশোধ করা, নতুন বিদ্যুৎসংযোগের জন্য আবেদন করা, জমির পর্চা তোলা, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফরম পুরন করা, চাকুরি তথ্য সংগ্রহ করা, অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন করা, ছবি তোলা, ফটোকপি করা, স্ক্যানিং করা ইত্যাদি। এছাড়াও আমাদের ষ্টলে বিশেষ আকর্ষণ ছিল গ্রাম আদালত, যৌতুক, ধর্ষণ ও মেয়েদের উত্যক্ত করার আইনসমূহ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা এবং আধুনিক যুগের চির অমর যে ভালোবাসা, তার ভিত্তি যাচাই করার পরীক্ষা করা হত কম্পিউটারের মাধ্যমে।

 

আমাদের ৬নং ধাপেরহাট তথ্য ও সেবা কেন্দ্রের কিছু স্লোগান নিম্নে দেয়া হল:

 

জনগনের দোড়গোড়ায় সেবা দিতে সর্বদা তথ্য সেবা কেন্দ্র খোলা

জমির পর্চা ফটোকপি আরো যায় ছবি তোলা

 

 

a2i এর একি সৃষ্টি

জনগণের সেবায় সর্বদা দৃষ্টি

 

 

কৃষি তথ্য, শিক্ষা তথ্য, চুকুরি তথ্য সহ স্ক্যানিং করা

ফিরে আসেনা কেউ তথ্য সেবা কেন্দ্রে যায় যারা ।

 

 

ডিজিটাল বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের অবদান

দেশের ৬৪ জেলায় শুরু হয়েছে তৃণমূল মানুষের তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সেবাদান।

 

 

বাহের দেশের মানুষ আমরা সাদুল্লাপুর উপজেলাবাসী

যে কোন প্রয়োজনে সেবা নিতে বাহে তথ্য কেন্দ্রে আসি।

 

 

মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে

নেই কোন বিরম্বনা অনায়াসে চলছে সকল সেবা ব্যবস্থাপনা,

আর যাব না শহরে, রুখবে মোদের কেবা,

বাড়ীতে বসেই সেবা কেন্দ্রে

পাচ্ছি সকল সেবা।

ডাউনলোড
প্রকাশের তারিখ
04/06/2014