Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
৪১ পীরের পুণ্যভূমী পীরেরহাট মেইন গেট ও নব নির্বাচীত এক মাজার শরীফ
বিস্তারিত

 

  •  
  •        ৪১ পীরের পূণ্যভূমি পীরেরহাটের মেইন গেটটি প্রায় ১ লক্ষ টাকা ব্যায়ে এডিপির অর্থায়ণে নির্মীত হয়। এই গেটটি নির্মীত হওয়ায় দুর-দুরান্ত থেকে আগত দর্শ্যনার্থীরা সহজেই পীরেরহাট মাজার চত্ত্বরে প্রবেশ রাস্তা চিনতে পারেন। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে ৪১ পীরের পূণ্যভূমি পীরেরহাটের সৌন্দর্য।
  •             পাশে যে পবিত্র মাজার শরীফ‌ টি রয়েছে। এটি এর আগে শুধু চার পাশে ইটের প্রাচীর বেষ্টনী ছিল। বর্তমানে অত্র ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম শিপন ২০১২ ইং সালে তিনি তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতী অনুযায়ী এই মাজার শরীফটি প্রায় ৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মীত করেন।