গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা হতে পশ্চিমে ১৭কিলোমিটার দুরত্বে অবস্থিত ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ। পশ্চিমে= রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়ন, উত্তরে = পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন, পূর্বে = ভাত্রগাম ইউনিয়ন, দক্ষিণে = ইদিলপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ধাপেরহাট ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বক্রীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম: ৬নং ধাপেরহাট ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২৩.২৭ (বর্গ কিঃ মিঃ)
i) আবাদী জমির পরিমান= ১৯৮৩ হেক্টর।
ii) অনাবাদী/ব্যাবহৃত জমির পরিমান= ৩৩১ হেক্টর।
গ) লোকসংখ্যা – ৩৭,৭০০ জন (প্রায়) (জন্ম নিবন্ধন অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা –২২ টি।
ঙ) মৌজার সংখ্যা –২২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।( ক) ধাপেরহাট ও খ) বকশীগঞ্জ)
ছ) বৃহত্তর নদী-৩ টি, খাল-১৩ টি ।
জ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –ভ্যান/ রিক্সা/ মটরসাইকেল/ সিএনজি ইত্যাদি। (ভাড়া ২০-২৫ টাকা মাত্র)
ঝ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯ টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ১৮ টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৫ টি,
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: ১ টি,
কলেজ: ৪ টি।
মাদ্রাসা- ৫ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: রফিকুল ইসলাম, মোবাইল: 01714-551357
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২টি। যথা: { ক) ৪১ পীরের পুণ্যভূমি পীরেরহাট, খ) ধাপেরহাট নায়েবীয়া মাজার শরীফ}
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –১টি। নাম: ঐতহ্যবাহী ৪১ পীরের পুন্যভূমি পীরেরহাট।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – নাই।
ঢ) গ্রাম সমূহের নাম –
১ নিজপাড়া ২। তিলকপাড়া, ৩। মধ্যপাড়া, ৪। আরাজী ছত্রগাছা ৫। হাসানপাড়া, ৬। পালানপাড়া ৭। খামারপাড়া, ৮। গোবিন্দপুর, ৯। ইসলামপুর ১০। বোয়ালীদহ, ১১। বড়ছাত্রগাছা ১২। হিংগাড়পাড়া, ১৩। সদরপাড়া, ১৪। উত্তরপাড়া, ১৫। তাতীপাড়া, ১৬। আলীনগড়, ১৭। ছোটছত্রগাছা, ১৮। মোংলাপাড়া, ১৯। মওয়াগাড়ী ছাইগাড়ী, ২০। মাদীপাড়া, ২১। চকসারাই ২২। ছাইগাড়ী গোবিন্দপুর
ণ) ধাপেরহাট ইউনিয়নের ২২ মৌজাকে ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে।
যথা:
ওয়ার্ড নং |
মৌজাসমূহ |
১ |
নিজপাড়া |
২ |
তিলকপাড়া,মধ্যপাড়া,আরাজীছত্রগাছা |
৩ |
হাসানপাড়া, পালানপাড়া |
৪ |
খামারপাড়া, গোবিন্দপুর, ইসলামপুর |
৫ |
বোয়ালীদহ, বড়ছত্রগাছা |
৬ |
হিংগাড়পাড়া,সদরপাড়া, উত্তরপাড়া |
৭ |
তাতীপাড়া, আলীনগড় |
৮ |
ছোটছত্রগাছা, মোংলাপাড়া,মওয়াগাড়ী |
৯ |
ছাইগাড়ীগোবিন্দপুর, সাদীপাড়া,চকসারাই |
ত) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS